যশোরে স্কুল শিক্ষকদের হুমকি : থানায় জিডি

0

 

স্টাফ রিপোর্টার ॥ পড়ালেখা করে ক্লাসে আসতে বলায় চরম বিপাকে পড়েছেন যশোর শহরের দানবীর হাজী মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা। বহিরাগত সন্ত্রাসী দিয়ে শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের শাসিয়ে যাচ্ছেন বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আয়েশার পিতা মোঃ নুর উদ্দিন জাহাঙ্গীর। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের দ্বারস্ত হয়েছেন।  প্রধান শিক্ষক শাহ আলম বাদী হয়ে অভিযুক্ত অভিভাবকসহ বহিরাগত সন্ত্রাসী আবির হোসেন নিরুর বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেন, জান্নাতুল ফেরদৌস আয়েশা ঠিকমত লেখাপড়া করে ক্লাসে আসে না । গেল ৩০ আগস্ট সহকারী শিক্ষক কামরুজ্জামান তাকে বাড়ি থেকে ঠিকমত লেখাপড়া করে আসতে বলেন। বিষয়টি ওই শিক্ষার্থী বাড়ি ফিরে তার পিতাকে জানায়। পিতা নূর উদ্দিন জাহাঙ্গীর ঘটনার পর দিন স্থানীয় সন্ত্রাসী আবির হোসেন নিরুকে নিয়ে স্কুলে আসেন। সহকারী শিক্ষক কামরুজ্জামানকে প্রধান শিক্ষকের কক্ষে ডেকে এনে তাকে শারিরীক ভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালালে চিৎকার শুনে অন্যান্য শিক্ষকরা ছুটে আসেন । যে কারণে তিনি রক্ষা পান। এরপর ওই অভিভাবক তাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম তাদের দুই জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আবির হোসেন নিরু স্থানীয় একটি কিশোর গ্যং নিয়ন্ত্রণ করেন। তার বিরুদ্ধে মাদকসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের সভাপতি শেখ সালাউদ্দিন টিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি চাই কোন সন্ত্রাসী শক্তি দ্বারা যেন বিদ্যালয়ের কোন শিক্ষক আক্রান্ত না হয়। কোন ভাবেই বিদ্যালয়ের পরিবেশ এবং মান সম্মান ক্ষুন্ন না হন। এজন্য আমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। ওই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করছি।