যশোরে দোয়া মাহফিলপূর্ব সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বেগম খালেদা জিয়া মানেই নিশ্চিত নিরাপদ বাংলাদেশ

0

 

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকীতে তাঁর রোগমুক্তি এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদআছর জেলা বিএনপি আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কিংবা বেঁচে থাকার সাথে দেশ ও জনগণের ভাগ্যের সম্পর্ক রয়েছে। তারা মনে প্রাণে বিশ্বাস করে বেগম খালেদা জিয়া মানেই নিশ্চিত নিরাপদ বাংলাদেশ। কেবলমাত্র তিনিই পারেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিষ্কন্টক রাখতে। আজকে দেশে যে সংকট বিরাজ করছে একমাত্র বেগম খালেদা জিয়াই এই সংকটের উত্তরণ ঘটাতে পারেন। পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সবুর মন্ডল, আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সিনিয়র সহসভাপতি শিকদার সালাউদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।