বাগেরহাটে ৮৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

 

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে ৮৭৫ পিস ইয়াবাসহ তাপস দাস(৫৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজার এলাকা থেকে তাপসকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮৭৫ পিস ইয়াবা, তার ব্যবহৃত একটি মুঠোফোন ও নগদ এক হাজার ২৬০ টাকা জব্দ করে র‌্যাব-৬ এর সদস্যরা।
আটক তাপস দাস রামপাল উপজেলার বাসিন্দা। সোমবার সকালে আটক তাপসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগেরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, তাপস একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
দীর্ঘদিন ধরে তিনি পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে ৮৭৫ পিস ইয়াবাসহ তাপসকে আটক
করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাবের এই
কর্মকর্তা।