ফন্টু চাকলাদারকে সদর উপজেলা চেয়ারম্যানের মামলায় শ্যোন অ্যারেস্ট

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর দায়ের করা খুন জখমের হুমকির মামলায় তৌহিদ চাকলাদার ফন্টুকে শ্যোন অ্যারেস্টের আবেদন আদালতে মঞ্জুর হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর একেএম সফিকুল আলম চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জিআরও এসআই মুজিবর রহমান।
উল্লেখ্য, খুন জখমের হুমকির অভিযোগ এনে উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ৮ জনকে আসামি করে গত ২৮ জুন কোতয়ালি থানায় একটি মামলা করেন। শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মৃত আব্দুল কাদের চাকলাদারের ছেলে তৌহিদ চাকলাদার ফন্টু এই মামলার প্রধান আসামি। গত ১১ আগস্ট তিনি শহরের পুরাতন কসবা কাজীপাড়ার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এই খবর পেয়ে একইদিন উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর একেএম সফিকুল আলম চৌধুরী আদালতে তার শ্যোন অ্যারেস্টের আবেদন জানিয়েছিলেন।