জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি

0

লোকসমাজ ডেস্ক॥ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং এবং সব পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ আগস্ট ঢাকায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় প্রতিবাদ সমাবেশ এবং ১২ আগস্ট সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদে সমাবেশ হবে। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর।
দুদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, ‘দুদিনের কর্মসূচি পালনের পর আমরা আরো বৃহত্তর কর্মসূচির দিকে এগিয়ে যাব। কর্মসূচির মাধ্যমে এই ভয়াবহ দানবীয় সরকারের পতন তরান্বিত করব।’
গত ৩১ জুলাই ভোলার সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আবদুর রহিম ও ছাত্রদলের নুরে আলমের মৃত্যু এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে এ সমাবেশ হয়।