ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর ‍রহিমকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল যশোর

0

 

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলিয়ে চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যশোর। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার যশোর শহরে যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন । এদিন নগর ও সদর উপজেলা যুবদল এবং জেলা ছাত্রদল পৃথক পৃথক শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পৃথক দুটি সমাবেশে নেতাকর্মীরা বলেন, অবৈধ,কতৃত্ববাদী তাবেদার আওয়ামী সরকারের পতন ঘনিয়ে এসেছে। জনতার আন্দোলনের দাবানলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না। আর অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে সরকার বিএনপি নেতা কর্মীদের হত্যার মিশনে নেমেছে। আজকে তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজ দেশেরে জনগণের ওপর দিয়ে স্টিম রোলার চালাচ্ছে। আর জনগণের যৌক্তিক দাবিতে রাজপথে সোচ্চার হলেই সরকার তার গুন্ডা পেটুয়া বাহিনী দিয়ে নৃশংসভাবে দলের নেতা কর্মীদের হত্যা করছে। এভাবে খুন- গুম করে অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা যাবে না। কেবল বিএনপি,যুবদল ,ছাত্রদল নয়, সমগ্র জনগণ আজ ফুঁসলে উঠেছে। অচিরেই জনগণ ক্ষমতার মসনদ থেকে টেনে হিঁচড়ে নামাবে।
পুথক দুটি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদর উপজেলা যুবদলে যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি,সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান,নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ। এর আগে পৃথকভাবে যুবদল ছাত্রদল নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।