বিভিন্ন স্থানে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ-সমাবেশ

0

 

লোকসমাজ ডেস্ক ॥ ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। গত ৩১ জুলাই ভোলা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ হয় নেতাকর্মীদের। এসময় ঘটনাস্থলেই নিহত হন স্বেছাসেবকদল নেতা আব্দুর রহিম। এছাড়া পুলিশের গুলিতে গুরুতর আহত হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম (৩২)। পরে গত ৩ আগস্ট লাইফ সাপোর্ট থাকা অবস্থায় তিনি মারা যান। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট………

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) জানান, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বৃহস্পতিবার যশোরের মনিরামপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
থানা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হ্ইা, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, সন্তোষ স্বর, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো। থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ, জেলা মহিলাদল নেত্রী লুৎফুন্নাহার, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাজী মিজানুর রহমান, রহিম গাজী, নুরুজ্জামান, ফারুক হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক অলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান, সাঈদ হাসান অমি, জাকারিয়া হোসেন, তৌহিদুল ইসলাম রনি প্রমুখ।
ইবি সংবাদদাতা জানান, ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নুর আলমের (৩২) মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ‘মত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল চত্বর থেকে মিছিলটি বের করেন দলটির নেতাকর্মীরা।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ক্যাম্পাস পাশ্ববর্তী শেখপাড়া বাজার গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিএনপি ও ছাত্রদল নেতাদের নিপীড়ন এবং হত্যার প্রতিবাদ জানান।
বিক্ষোভে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, ওমর শরীফ, রাকনউদ্দীন, সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ, সদস্য রাফিজ আহমদ সহ অন্যান্য নতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভোলায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে বাজারের ধনী প্লাজায় উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আমিনুর রহমান মধু।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সভাপতি কামরুজ্জামান তোতা, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, যুবনেতা মঈনুদ্দিন মঈন, আলীবুদ্দিন খান, আলম দফাদার, ফারুক হোসেন, আব্দুল আলিম, মফিজুর রহমান সুজন, ডা. ফারুক আহমেদ, সাইফুল ইসলাম রিংকু, তানভীর রহমান ঠান্ডু প্রমুখ। এসময় উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে ঝিকরগাছায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মঈনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগর, সদস্য সচিব তানভির হোসেন চয়নসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের দু’জন নেতা পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় পৌর বিএনপি অফিস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক ফয়েজ আহমেদ তুফান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সালাউদ্দীন বুলবুল সিডল, উপজেলা বিএনপির সম্পাদক লিয়াকত আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজুল আলম মামুন, যুবনেতা আতিয়ার রহমান লিটন, রিপন শেখ প্রমুখ।