খুলনায় বেবি সুপার আইসক্রিমকে অর্ধলাখ টাকা জরিমানা

0

 

খুলনা ব্যুরো ॥ খুলনায় ‘বেবি সুপার আইসক্রিম’ নামে একটি প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণ, মোড়কে মেয়াদ, মূল্য উল্লেখ না করা, অনুমোদনহীন রং, ফ্লেভার ব্যবহার, বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার করায় উল্লিখিত জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম বলেন, দিঘলিয়া উপজেলার সেনহাটিতে অবস্থিত ‘বেবি সুপার আইসক্রিম’ নামে একটি প্রতিষ্ঠান নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণ করছিল। এছাড়া উৎপাদিত আইসক্রিমের মোড়কে মেয়াদ ও মূল্য উল্লেখ ছিল না। এমনকি অনুমোদনহীন রং ও ফ্লেভার ব্যবহার এবং ইগলু, মেগা ও আইস ললিসহ বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাত করছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, এই অভিযানে সকলকে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এছাড়া ব্যবসায়ীদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।