চৌগাছার পরিচিত মুখ তপু মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত

0

 

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা ও রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছার পরিচিত মুখ তন্ময় ইসলাম তপু (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা লক্ষিপুর গ্রামের কামাল হোসেনের একমাত্র ছেলে। রোববার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দুর্ঘটনার কবলে পড়ে মারা যান বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানান, তন্ময় ইসলাম তপু চৌগাছা উপজেলা পরিষদের আইসিটি দপ্তরে অনিয়মিত কর্মচারী হিসেবে চাকরি করতেন। প্রকল্প শেষ হলে তার চাকরিও শেষ হয়ে যায়। অভাবের সংসারে বেকারত্ব জীবনে বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েন। একপর্যায়ে নিহত তপুর শ্যালক রাসেলের সাথে পুরনো মোটরসাইকেল বেচাকেনা ব্যবসা শুরু করেন। রোববার সকালে তপু ও রাসেল মোটরসাইকেল কেনার জন্য যশোরের মণিরামপুরে যান। সেখান থেকে মোটরসাইকেল কিনে তারা দুইজন দুই মোটরসাইকেলে চৌগাছায় রওনা হন। পথিমধ্যে রাজগঞ্জ চন্ডিপুর নামক স্থানে পৌঁছালে একটি ইটভাটার ট্রাক তপুর মোটরসাইকেলের পেছনের দিকে ধাক্কা দিলে তিন সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই টিপু সুলতান বলেন, উপজেলার চাকরি চলে যাওয়ার পর সে বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কিছুদিন ঢাকায় চাকরি করে ফের বড়িতে ফিরে এসে তার শ্যালকের পুরনো মোটরসাইকেলের শো-রুমে থেকে ব্যবসা শুরু করেন। রোববার সকালে তারা দুইজন মণিরামপুর গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তপু মারা যান।
রাজগঞ্জ সংবাদদাতা জানান, দুপুর ১ টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কে চন্ডিপুর নামকস্থানে একটি বেপরোয়া গতির ই্টভাটার ট্রাক মোটরসাইকেল আরোহীকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর হাসপাতালে পরে যশোরে নিয়ে যান। যশোরে নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মণিরামপুর থানা পুলিশ ঘাতক ট্রাককে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।