নড়াইলে হিন্দু পাড়ায় হামলা: ঘটনাস্থলে যাচ্ছে বিএনপির তদন্ত কমিটি

0

লোকসমাজ ডেস্ক॥ ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলের লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাস্থলে বিএনপির তদন্ত কমিটি।
দলটির ফেসবুক পেজে শনিবার (২৩ জুলাই) সকালে এ তথ্য জানানো হয়। সঙ্গে তদন্ত কমিটির আহ্বায়ক ও সদস্যদের নাম এবং তাদের একটি ছবি প্রকাশ করা হয়েছে।
সেখানে বলা হয়, নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, বিএনপির তদন্ত কমিটি নড়াইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করল।
এ কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সদস্য হিসেবে আছেন অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি, সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, অমলেন্দু অপু ও নিপুণ রায় চৌধুরী।
গত ১৫ জুলাই দুপুর থেকে রাত পর্যন্ত ওই এলাকার বাড়িঘর ও মন্দিরে বিক্ষোভ ও ভাংচুর সংঘটিত হয়।