মণিরামপুরের ঝাঁপা ইউপি চেয়ারম্যান মন্টুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ,কোর্টে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ ধর্ষণের চেষ্টা ও সহযোগিতার অভিযোগে যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শামছুল হক মন্টু ও দফাদার বিষ্ণু দাসের বিরুদ্ধে যশোরে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার(২১জুলাই) এক নারী আদালতে মামলাটি করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার শিরীন অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ঝাঁপা গ্রামের মালয়েশিয়া প্রবাসী হেলাল একই গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে তানিয়াকে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন। হেলাল তার স্ত্রীর ভরণপোষণ ছাড়াও তাকে অনেক টাকা দিতেন। এরই মধ্যে তানিয়া তার পিতা ও মায়ের প্ররোচণায় হেলালকে তালাক দিয়ে দেন। এরপর পরিবারের লোকজন হেলালের তার দেয়া মালামাল ও টাকা ফেরত চান তানিয়ার পিতার কাছে। কিন্তু তানিয়ার পরিবার হেলালের পাঠানো প্রায় সাড়ে ১৪ লাখ টাকা ফেরত না দিয়ে আত্মসাতের ষড়যন্ত্র শুরু করেন। গত ১৮ জুলাই ওই অভিযোগের ব্যাপারে ইউনিয়ন পরিষদে সালিশ ছিল। এ দিন সকালে চেয়ারম্যান শামছুল হক মন্টু দফাদার বিষ্ণুকে দিয়ে হেলালের চাচাত বোনকে পরিষদে ডেকে পাঠান। এ সময় ইউনিয়ন পরিষদের কেউ ছিলো না। চেয়ারম্যান ওই নারীকে রুমের ভেতর রেখে দফাদার বিষ্ণুকে দরজা টেনে দিয়ে বাইরে অবস্থান করতে বলেন। রুমের ভেতর চেয়ারম্যান হেলালের চাচাতে বোনকে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় তাকে ধর্ষণের চেষ্টা চালান এবং ব্যর্থ হওয়ায় তাকে ব্যাপক মারধর করেন। এরই মধ্যে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে তাকে উদ্ধার করেন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।