কমরেড অমল সেনের জন্মবার্ষিকী পালন বাঘারপাড়ায়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ায় উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা কমরেড অমল সেনের ১০৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ, প্রীতি ফুটবল ম্যাচ, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা। দুপুরে বাকড়ীতে কমরেড সেনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) নেতৃবৃন্দ।
বিকেল চারটায় তাঁর স্মৃতি রক্ষায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচে বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি ও থ্রি স্পোর্টিং ক্লাব বাক্ড়ী অংশ নেয়। তেভাগা আন্দোলনের নেতা কমরেড অমল সেনের শৈশবের স্মৃতি বিজড়িত বসুন্দিয়া ও বাকড়ী গ্রামের যুব সমাজের মেল বন্ধন ঘটানোর জন্য এই দল দুটিকে আমন্ত্রণ জানানো হয়। শৈশব ও কৈশরে ভালো ফুটবল খেলতেন কমরেড অমল সেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় উভয় দল একটি করে গোল করে। সন্ধ্যায় কমরেড অমল সেনের সমাধিস্থলে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে বাকড়ী স্কুল মাঠে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা নবকৃষ্ণ বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। বিশেষ অতিথি ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, বাঘারপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, অমল সেন স্মৃতি রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড বিপুল বিশ্বাস প্রমুখ।