আজ আলী রেজা রাজুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

0

স্টাফ রিপোর্টার ॥ সদর সদরের সাবেক এমপি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক আলী রেজা রাজুর আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের ১৫ জুলাই তিনি ইন্তিকাল করেন। তার পরিবারের পক্ষ থেকে আজ বাদজোহর বাড়ির সামনে পারিবারিকভাবে নির্মিত মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আলী রেজা রাজু কৈশর থেকেই তার প্রিয় বন্ধু দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু করেন। রাজনীতিকের চেয়েও তিনি একজন সমাজসেবক হিসেবে বেশি গ্রহণযোগ্য ছিলেন। তাঁর দীর্ঘ জীবনে তিনি বিএনপির সাথে থাকাকালে যশোর পৌরসভার মেম্বার ও চেয়ারম্যান, এবং কাশিমপুর ইউনিয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় তিনি যশোর জেলা বিএনপির সভাপতি পদও অলংকৃত করেন। জীবনের শেষ দিকে তিনি বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেন এবং যশোর সদরের এমপি নির্বাচিত হন। এরপর তিনি জেলা আওয়ামী লীগের সভাপতিও নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি সভাপতি ছিলেন।
আলী রেজা রাজুর পরিবারের সদস্যরা তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।