রামপালে জাতীয় ফল মেলার উদ্বোধন, চেক বিতরণ

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বছরব্যাপী ফলের চাষে, অর্থ পুষ্টি দুই ই আসে এ প্রতিপাদ্যে রামপালে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। এ সময় তার সাথে ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি প্রমুখ।
উপমন্ত্রী এর আগে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় ৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ২০ জন অসুস্থ ব্যক্তিকে ৫০ হাজার করে টাকার চেক বিতরণ ও মহিলা বিষয়ক দপ্তর থেকে মৎস্যজীবী গ্রামের দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।