শ্যামনগর স্কুলের প্রতিষ্ঠাতা খান আব্দুল হালিমের বিদায় সংবর্ধনা

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নের চর-চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং কমিটির সভাপতি খান আব্দুল হালিমের বিদায় সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় বিদ্যালয়ের আয়োজনে স্কুল চত্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা। সভাপতিত্ব করেন পাতাখালী ম্যাধমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলায়াত করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুর নবী। বক্তব্য রাখেন মাওলানা মোশারফ হোসেন, শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ, চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহাসিন হুসাইন, সাংবাদিক শেখ আব্দুল হাকিম ও মো. জিয়াউর রহমান।
বিদায়ী সভাপতি খান আব্দুল হালিম বলেন, ‘মানুষ পৃথিবীতে চিরস্থায়ী নয়। পৃথিবীর সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি পৃথিবী থেকে চলে যাবো, কিন্তু প্রতিষ্ঠান থেকে যাবে। এই প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রী প্রাথমিক শিক্ষা গ্রহণ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশে বিভিন্ন পেশা বা চাকুরিতে কর্মরত থাকবে।’