কালীগঞ্জ শহরের সড়ক যেন মৃত্যুফাঁদ !

0

শিপলু জামান, কালীগঞ্জ(ঝিনাইদহ)॥ ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ব্যস্ততম সড়কে প্রতিদিন আনুমানিক ৩ হাজার মানুষ চলাচল করে। এছাড়া এই ব্যস্ততম সড়কে চলে ভ্যান, অটোরিক্সা, প্রাইভেটকার, ট্রাকসহ যানবাহন নানা যান। ব্যস্ততম এই সড়কটির কালীগঞ্জ বাজার থেকে এক কিলোমিটার দূরে অবস্তিত কলেজ রোড , নিমতলা সড়ক , হাসপাতাল সড়ক, নতুনবাজার সড়কের মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। রাতের অন্ধকারে সাইকেল, ভ্যানসহ বিভিন্ন যানবাহন ভাঙ্গা স্থানে পড়ে যাচ্ছে । পথচারীদের চরম দুর্ভোগ হচ্ছে সিড়কের ওই স্থানে। দীর্ঘদিন ধরে এ অবস্থায় পড়ে থাকায় সড়কে চলাচলকারী যানবাহনসহ পথচারীদের গলার কাটা হয়ে আছে সড়কটি। কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় এটি একটি মরন ফাঁদে পরিণত হয়েছে।
নিরাপদ সড়ক চাই(নিসচা) কালীগঞ্জ উপজেলা আহবায়ক বি এম কামরুজ্জামান বলেন, সড়কের কালভার্টটি দ্রুত সংস্কার অথবা নতুন করে তৈরি করে মানুষের চলাচলের পথ সুগম করতে হবে।
এ ব্যাপারে কালীগঞ্জের পৌরমেয়র আশরাফুল আলম বলেন, সড়ক সংস্কার কাজ চলছে। অতি দ্রুত সমস্যার সমাধান হবে।