খালেদা জিয়ার রক্তচাপ অনিয়ন্ত্রিত

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তচাপ অনিয়ন্ত্রিত। রক্তচাপ ওঠানামা করছে তার। সোমবার বিকেলে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা শেষে রাতে দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করে চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন। ৭২ ঘণ্টা পার হওয়ার পর আবার চিকিৎসকরা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। আগামীকাল (মঙ্গলবার) দুপুরে তার ৭২ ঘণ্টার অবজারভেশন পিরিয়ড শেষ হবে। চিকিৎসকরা প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যালোচনা করার জন্য বৈঠক করেন।’
এর আগে সোমবার বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে মেডিকেল বোর্ড। এতে মেডিকেল বোর্ডের সদস্যরা ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘মেডিকেল বোর্ডে এভারকেয়ার হাসপাতালের ১২ চিকিৎসক আছেন। আর বাইরের চিকিৎসক আছেন ৬জন। বোর্ডের নেতৃত্বে আছেন এভায়কেয়ারের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. শাহবুদ্দিন তালুকদার।
এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ‘গত শনিবার বেলা ২টা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ সময় শেষ হওয়ার পর শারীরিক অবস্থা কেমন, তা বলা যাবে।’
তিনি জানান, ‘গত শুক্রবার রাতে হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার তিনটি ব্লক ধরা পড়েছিল। এর মধ্যে একটি ছিল ক্রিটিক্যাল (জটিল)। সেখানে রিং স্থাপন করা হয়েছে। বাকি দুটি ব্লকের আচরণ কেমন হবে তা এখনো বলা মুশকিল। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল খালেদা জিয়াকে দেখভাল করছেন।’
এর আগে ২০২১ সালে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। এ ছাড়া খালেদা জিয়া অনেক দিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন।