মহেশপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

0

 

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকদের সমন্বয়ে যশোর শিক্ষাবোর্ডের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান শিক্ষক জহুরুল ইসলাম আইসিটি শিক্ষক নজরুল ইসলামকে না জানিয়ে ভোকেশনাল শাখার প্রদর্শক (ডেমোনেসট্রেটর) হরিপদ ঘোষকে নিয়ে কর্মশালায় অংশগ্রহণ করেন।
এ ঘটনায় মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক নজরুল ইসলাম যশোর শিক্ষাবোর্ড, ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম তার খেয়াল খুশিমত বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন শিক্ষকই কথা বলার সাহস পান না। গত ৯ জুন যশোর শিক্ষাবোর্ডের সমন্বয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকদের এক প্রশিক্ষক কর্মশালার আয়োজন করা হয় যশোরে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম আইসিটি শিক্ষক নজরুল ইসলামকে না জানিয়েই ভোকেশনাল শাখার প্রদর্শক (ডেমোনেসটেটর) হরিপদ ঘোষকে নিয়ে কর্মশালায় অংশগ্রহণ করেন।
শিক্ষাবোর্ডের চিঠিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষক যদি না থাকে তাহলে সহকারী শিক্ষককে নিয়ে কর্মশালায় অংশগ্রহণ করা যাবে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম তা করেন নি।
মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক নজরুল ইসলাম জানান, চিঠি কবে এসেছে প্রধান শিক্ষক জহুরুল ইসলাম আমাকে জানান নি। আমাকে না জানিয়ে তিনি ভোকেশনাল শাখার প্রদর্শক হরিপদ ঘোষকে নিয়ে কর্মশালায় যোগদান করেন। তাছাড়া তিনি তার খেয়াল খুশি মত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।
মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, আইসিটির কর্মশালায় আমিসহ আইসিটি সম্পর্কে যে কাজ করে আমি তাকেই নিয়ে গিয়েছি। আইসিটি শিক্ষককে নিয়ে যেতে হবে এমন কোন মানে নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নয়ন কুমার রাজবংশী জানান, চিঠিটা আমি ডাক ফাইলে দেখেছি। পরে আলাপ আলোচনার মাধ্যমে কি করা যায় দেখব।