যশোরের শংকরপুরের সাব্বির হত্যা মামলার আসামি আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর এলাকার সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তানভীর রহমানকে (২০) আটক করেছে ডিবি পুলিশ। গত বুধবার বিকেলে নাজির শংকরপুর সাদেক দারোগার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে একই এলাকার মিন্টু রহমানের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল জানান, গত বছরের ১৯ ডিসেম্বর শংকরপুরস্থ বাসটার্মিনালের উত্তর পাশে সন্ত্রাসীরা ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করে সাব্বির নামে এক যুবককে। সে শংকরপুর এলাকার আকবর হোসেনের ছেলে। হত্যার ঘটনায় নিহতের মা মাসুরা বেগম কয়েকজনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। আটক তানভীর রহমান এই মামলার এজাহারভুক্ত আসামি। গত বুধবার আটকের পর বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় তানভীর রহমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।