ভোমরা স্থলবন্দরে পূর্ণদিবস কর্মবিরতি পালন

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ জাতীয় রাজস্ব বোর্ড লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে দেশের অন্যান্য বন্দরের মতো সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। এর ফলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, ‘ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের দেশব্যাপী ডাকা কর্মবিরতি আমরা পালন করছি। পরবর্তীতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালিত হবে।’
ভোমরা স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে প্রায় ৩’শ থেকে সাড়ে ৩’শ পণ্যবাহী ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। কর্মবিরতির ফলে এ বন্দর থেকে সরকার প্রতিদিন আড়াই থেকে ৩ কোটি টাকার রাজস্ব হারাবে।