২য় বিভাগ ক্রিকেট লিগ সোমবার দুটি খেলায় জয়ী রিপন অটো ও মনিরামপুর

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড ২য় বিভাগ (টায়ার-২) ক্রিকেট লিগের  সোমবারের দু’টি খেলায় জয় লাভ করেছে রিপন অটো ক্রিকেট একাডেমি ও মণিরামপুর ক্রিকেট একাডেমি। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় রিপন অটো ক্রিকেট একাডেমি ১০ উইকেটের বড় ব্যবধানে দেশ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। খেলায় টসে জিতে প্রথমে দেশ ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের তোপের মুখে ১৬ ওভার ১বলে মাত্র ৩৬ রান, তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে সৌরভ সর্বোচ্চ ১১ রান সংগ্রহ করে । বল হাতে রিপন অটো ক্রিকেট একাডেমির সিহাব হোসেন ৩টি, মাহিম, মাসুদ হাসান ও মেহেদী হাসান ২টি করে ও ১টি উইকেট নেন আশিক রাব্বি।
জয়ের জন্যে তারা মাত্র ৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ ওভার ৩বলে কোন উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে আশিক রাব্বি ৩০ ও আব্দুল্লাহ ৭ রান সংগ্রহ করেন।
উপশহর ক্রীড়া উদ্যানে অনষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় মণিরামপুর ক্রিকেট একাডেমি ৫৩ রানে মহিরন স্ক্যাই কিং ক্রীড়া চক্র ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। খেলায় টসে জিতে প্রথমে মণিরামপুর ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে সাকিবুল ইসলাম ৪৪, রেজাউল ২৫, অনিক ১৯ এবং হিরু ১৪ রান করেন। বল হাতে মহিরন স্ক্যাই কিং ক্রীড়া চক্র ক্রিকেট একাডেমির শান্ত ও রাফি ৩টি করে, বাবুল হোসেন ও ইয়াছিন ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য তারা ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪ ওভার ৪বলে ১০১ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে হৃদয় ২২, বাবুল হোসেন ১৯, আলিফ হোসেন ১৪ রান করেন। । বল হাতে মণিরামপুর ক্রিকেট একাডেমির জাবেদ ৪টি, হাবিব ৩টি, সাজিদ ও সাকিবুল হাসান ১টি করে উইকেট নেন।