নানা আয়োজনে যশোরে পালিত বিশ্ব পরিবেশ দিবস

0

 

স্টাফ রিপোর্টার ॥ “প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই স্লোগানের মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় যশোরেও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যশোর পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো, বেলুন ও ফেস্টুন উড়ানো, আলোচনাসভা, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
সকালে যশোর কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সেখানে জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ারসহ দফতরটির অন্যান্য কর্মকর্তা ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধনের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) হুসাইন শওকতের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রফিকুল হাসান, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম, পরিবেশ অধিদফতর যশোরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ারসহ আরও অনেকে।
আলোচনাসভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।