মনিরামপুর রোহিতা ইউপি চেয়ারম্যানের গাড়িতে অগ্নিকাণ্ড

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর(যশোর)॥যশোরের মনিরামপুরের রোহিতা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনের পাজেরো জিপগাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গতকাল বুধবার সকালে একটি পেট্রোলপাম্পে জ্বালানি তেল নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় গাড়ির ভিতর চেয়ারম্যান ও চালক থাকলেও তারা অক্ষত ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইঞ্জিনের ওয়্যারিং থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
চেয়ারম্যান হাফিজ উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি বাড়ি থেকে ব্যক্তিগত পাজেরোজিপে চড়ে যশোরের উদ্দেশ্যে রওনা হন। পথে মনিরামপুর ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ করছিলেন। এ সময় তিনি এবং চালক জিপের ভেতরেই অবস্থান করছিলেন। হঠাৎই জিপের ইঞ্জিনে দাউ দাউ আগুন জ্বলতে থাকে। এক পর্যায়ে প্রচন্ড কালো ধোয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে জিপের ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রনব কুমার বিশ্বাস জানান, ইঞ্জিনের ওয়্যারিং থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।