যশোর সদর উপজেলা ও নগর বিএনপির নির্বাচনী তফসিল ঘোষণা

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৭ জুন মঙ্গলবার যশোর সদর উপজেলা এবং ৯ জুন বৃহস্পতিবার নগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ করা হবে। গতকাল মঙ্গলবার বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু দুটি ইউনিটের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। আজ বুধবার থেকে শুরু হ”েছ সদর উপজেলার নির্বাচনী কার্যক্রম। এদিন দুপুর ১২ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভোটার তালিকার ত্রুটি সংশোধনের আবেদন গ্রহণ এবং নিষ্পত্তি করা হবে। আগামীকাল ২ জুন বৃহস্পতিবার দুুপুর ১২টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিন দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগামী ৩ জুন শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। একই দিন সন্ধ্যা ৬ টায় যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং রাত ৮টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৫ জুন রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। একই দিন সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৭ জুন মঙ্গলবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
নগর বিএনপির নির্বাচনী কার্যক্রম শুরু হবে ২ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে । ওই দিন দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভোটার তালিকার ত্রুটি সংশোধনের আবেদন গ্রহণ এবং নিষ্পত্তি করা হবে। ৩ জুন শুক্রবার বেলা ১২ টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিন দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগামী ৪ জুন শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। একই দিন সন্ধ্যা ৬ টায় যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং রাত ৮টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৬ জুন সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। একই দিন সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৯ জুন বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। মনোনয়নপত্র সংগ্রহের সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্যে ২০ হাজার টাকা সাংগঠনিক সম্পাদক পদের জন্য ১০ হাজার এবং ভোটার তালিকার জনেন্য ৫ হাজার টাকা জমা দিতে হবে। মনোনয়নপত্র আজ জমাদানের সময় ২ কপি পাসপোর্ট সাইজের ছবি,জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মনোনয়ন ফরম সংগ্রহের মূল রসিদ জমা দিতে হবে। সকল কার্যক্রম সম্পন্ন হবে জেলা বিএনপি কার্যালয়ে।