চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী আটক

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৩৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলার ৪ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটকের দাবি করে পুলিশ।
এর মধ্যে চুয়াডাঙ্গায় ৯ জন, আলমডাঙ্গায় ১২ জন, দর্শনায় ৫ জন, দামুড়হুদায় ৩ জন ও জীবননগরের ৯ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী রয়েছেন।
আলমডাঙ্গায় আটকরা হলেন-আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন (৫০),আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর কর্মী তোফাজ্জল হক (৫৮),একই উপজেলার বাড়াদী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন (৩৩), চিৎলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ঠান্ডু (৫০), হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার (৫৫),খাসকররা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী (৩৫),২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪৫), ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ (৫৫), ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি হারুন অর রশিদ (৪০), আঁইলহাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৫০),কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমির রবজেল আলী (৬০) ও সেক্রেটারি আব্দুর রাজ্জাক (৫০)।
দামুড়হুদায় আটকরা হলেন-দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ও জামায়াত কর্মী রফিকুল ইসলাম।
দর্শনার আটকরা হলেন-মদনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল চঞ্চল (৫১),নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী (৪৮),ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলী (৩৫), দর্শনা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মন্টু ম-ল (৪৫) ও দর্শনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী (২২)।
জীবননগরে আটকরা হলেন-জীবননগর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিয়া (৩৬), জীবননগর পৌর কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইউনুছ আলী (৫৫), জেলা বিএনপির সদস্য আবুল হোসেন (৫৮), বিএনপি কর্মী সুজাউদ্দিন (৪৯),আমজাদ হোসেন (৫৮),আমিনুল ইসলাম (২৬), মিলন হোসেন (৪৩),শাহিন উদ্দিন (৩৬) ও ইসরাফিল (২৫)।
অপরদিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পক্ষ থেকে আটকের সংখ্যা জানালেও নাম-পরিচয় জানায়নি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, জেলায় আইনশৃঙ্খলা বিঘœকারী, নাশকতার পরিকল্পনাকারী, বিস্ফোরণ ঘটিয়ে মানুষের জান-মালের ক্ষতি সাধনকারী হিসেবে চিহ্নিত ৩৮ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে পুলিশ। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।