২৪নং ওয়ার্ড বিএনপির তথ্য সংগ্রহ ফরম বিতরণকালে নেতৃবৃন্দ কেয়ারটেকার সরকার ও ব্যালট পেপারে ভোটের দাবিতে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে

0

খুলনা সংবাদদাতা ॥ খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, হাসিনার বদলে কেয়ারটেকার, ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট নিতে হবে। এ দাবিতে সকলে ঐক্যবদ্ধ হৃয়ে তীব্র গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। সেইসাথে একটি মিথ্যা বায়োবিও মামলায় কারারুদ্ধ ৩ বারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী এ দেশের গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশনেতা তারেক রহমানকে বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করাতে হবে।
শনিবার মহানগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নেতৃবৃন্দ বলেন, দেশে আজ ৪০ লাখেরও বেশি নেতাকর্মী নির্যাতিত ও মামলায় জর্জরিত। এইসব মিথ্যা মামলা থেকে রেহাই পেতে দলের পক্ষ থেকে ডাক আসলেই সবাইকে একযোগে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একইসাথে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে হবে। দেশের জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। এজন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর থানা বিএনপির সাংগঠনিক টিম প্রধান আজিজুল হাসান দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, বিশেষ বক্তা ছিলেন, আব্দুর রাজ্জাক, অ্যাড. তৌহিদুর রহমান তুষার। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী, যুগ্ম আহ্বায়ক শের আলম সান্টু, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, জেলার যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল, যুগ্ম আহবায়ক মাহবুব হাসান পিয়ারু, যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, ওয়াহিদুর রহমান দিপু, তানভিরুল আজম, কে এম হুমায়ূন কবীর, একরামুল কবীর মিল্টন, নাজির উদ্দিন নান্নু, শেখ জামাল উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, তারিকুল ইসলাম তারেক, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা ও মাসুদ খান বাদল, আব্দুল আজিজ সুমন, মাহমুদ হাসান বিপ্লব প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহবায়ক শেখ সাদী।