যশোরে পর্নোগ্রাফি আইনের মামলায় একজনের কারাদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের একটি মামলায় বৃহস্পতিবার মনিরুজ্জামান লাল্টু নামে এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন আদালত। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত মনিরুজ্জামান লাল্টু যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের শামছুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২৩ ডিসেম্বর আসামি মনিরুজ্জামান লাল্টু বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর ওই নারী জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। নেশার টাকার জন্য মনিরুজ্জামান লাল্টু প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। অতিষ্ঠ হয়ে ওই নারী সংসার করবেন না বলে স্বামীকে ভয় দেখান। একথা মনিরুজ্জামান লাল্টু জোরপূর্বক স্ত্রীকে নগ্ন করে মোবাইল ফোনে ভিডিও করে রাখেন। একপর্যায়ে বাধ্য হয়ে ২০১৭ সালের ২৭ জুলাই ওই নারী পিতার বাড়ি চলে যান। একই বছরের ৫ আগস্ট মনিরুজ্জামান লাল্টু শ্বশুরবাড়িতে স্ত্রীকে মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ভিডিও দেখিয়ে ৩ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়া হয়। পরদিন ৬ আগস্ট মনিরুজ্জামান লাল্টু স্ত্রীর নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেন। এ ঘটনায় ওই নারী ১৩ সেপ্টেম্বর স্বামী মনিরুজ্জামান লাল্টুকে আসামি করে আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এই মামলায় আসামি মনিরুজ্জামান লাল্টুর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।