যশোরের পুনাক মেলা থেকে বার্মিজ চাকুসহ দুই কিশোরী আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের গাড়িখানা রোডের পুনাক মেলা থেকে বুধবার দুপুরে একটি বার্মিজ চাকুসহ কিশোর গ্যাংয়ের দুই কিশোরী সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো-শহরের পশ্চিম বারান্দীপাড়া হাফেজিয়া মাদ্রাসার পাশের আলমগীর শেখের মেয়ে সুমাইয়া (১৩) ও চাঁচড়া রায়পাড়ার মৃত সুমনের মেয়ে চাঁদনী ওরফে জুঁই (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুনাক মেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় কোতয়ালি থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম সুমাইয়া ও জুঁই নামে দুই কিশোরীকে আটক করেন। পরে তাদের একজনের কাছ থেকে একটি বার্মিজ চাকু জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে এসআই রফিকুল ইসলামকে ফোন করা হয়। কিন্তু তিনি ব্যস্ততার অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম জানান, ওই কিশোরীদের ভালো পথে ফিরে সুযোগ দিতে প্রবেশন অফিসারের মাধ্যমে পরিবারের জিম্মায় দেয়া হবে। তাদেরকে কাউন্সিলিং করা হবে।