অশনির প্রভাবে চৌগাছায় লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার মেট্রিক টন ধান কম হওয়ার শঙ্কা ॥ দুঃশ্চিন্তায় কৃষক

0

 

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চলতি বোরো মৌসুমে চৌগাছায় ১৮ হাজার ৬শ ৩০ হেক্টর জমিতে ধানের আবাদ হলেও ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না এমনটিই শঙ্কা চাষি ও কৃষি বিভাগের। অশনির প্রভাবে ধান কাটার সময় ঝড়-বৃষ্টির কারণে সাড়ে ৬ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি অফিস বলছে, আক্রান্ত ধানের মধ্যে ১০ শতাংশ ধান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা নেই। এদিকে ধানের কাঙ্খিত ফলন না হওয়ায় চাষির অপুরনীয় ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস জানান, ধান উৎপাদনে সমৃদ্ধ উপজেলা হচ্ছে চৌগাছা। উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার বিস্তৃর্ণ মাঠে ১৮ হাজার ৬শ ৩০ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের বঙ্গবন্ধু, ব্রি ৪৯, ব্রি ৬৩, ব্রি ৮৮, ব্রি ৮৯, এরাইজ, মিনিকিট ও বাসমিত ধানের আবাদ হয়েছে। উপসহকারী কৃষিকর্মকর্তা ও কৃষকদের মাধ্যমে জরিপের ফলে কৃষি বিভাগ আশা করেছিল এবার বোরো মৌসুমে বাম্পার ফলন হবে। কিন্তু ধান কাটার মুহূর্র্তে অশনির প্রভাব ও ঝড়-বৃষ্টির কারণে ধানের ক্ষতিসাধন হয়।
তিনি বলেন ৫ হাজার ৬শ ৩০ হেক্টর জমির ধান কৃষকরা ভালোভাবে ঘরে তুলতে পারেন। কিন্তু মাঠে ১৩ হাজার হেক্টর ধান কাটার মুখে থাকা অবস্থায় বৈরি আবহাওয়া দেখা দেয়। উপজেলায় এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১ লাখ ১ হাজার মেট্রিক টন। অশনির প্রভাব ও বৃষ্টির কারণে মোটাদাগে সাড়ে ৬ হাজার হেক্টর ধান আক্রান্ত হয়। মোট ফসল উৎপাদনের ১০