যশোরে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশকে পিআরবি ৩৩ নম্বর অনুচ্ছেদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান

0

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোরের আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। বৃহস্পতিবার প্রেস ক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের আমলে যে সংখ্যক মানুষ হত্যার শিকার হয়েছে, ১৯৫২ কিংবা ১৯৬৯ সালেও এতো মানুষ হত্যা হয়নি। দেশের আইনে রয়েছে সিভিল স্ট্যান্ডার্ড মেইনটেইন না করে, পুলিশ বাহিনী গুলি চালাতে পারবে না। আমরা স্পষ্ট করে পুলিশ বাহিনীকে বলতে চাই, আপনারা পিআরবি ৩৩ নাম্বার অনুচ্ছেদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন। আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই মুহূর্তে আপনারা জনগণের বন্ধু নাকি শত্রুতে পরিণত হয়েছেন?
বক্তারা শিক্ষার্থীদের এ আন্দোলনে সংহতি প্রকাশ করে অবিলম্বে তাদের নয় দফা দাবি মেনে আহ্বান জানান। একই সাথে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নৃশংস হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন, আইনজীবী রুহিন বালুজ, আবু মুরাদ, জুলফিকার আলী জুলু, হাসানুর রহমান আসাদ, আব্দুল লতিফ লতা, মোস্তফা কামাল মিন্টু, তাজউদ্দীন তাজু প্রমুখ।
এর আগে সিভিল কোর্ট মোড় থেকে আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে প্রেস ক্লাব যশোরের সামনে এসে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।