মণিরামপুরে প্রধানমন্ত্রীর নানার নামে পল্লী উন্নয়ন অ্যাকাডেমি নির্মাণ প্রকল্প প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা

0

স্টাফ রিপোর্টার, মণিরামপুর (যশোর) ॥ মণিরামপুরে প্রায় দু শ কোটি টাকা ব্যয়ে ৫০ একর জমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা শেখ জহুরুল হকের নামে পল্লী উন্নয়ন অ্যাকাডেমি নির্মাণ প্রকল্প অনুমোদন হওয়ায় মণিরামপুর সমিতি ঢাকার উদ্যোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধবার রাত নয়টায় ঢাকার বেইলী রোডে অবস্থিত মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে প্রতিমন্ত্রীর সরকারি বাসভবনে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। গত মঙ্গলবার একনেক সভায় আন্তর্জাতিক মানের বৃহৎ এই প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির নেতৃবৃন্দ। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মণিরামপুর সমিতি ঢাকার নেতৃবৃন্দ ও সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর সমিতি ঢাকার সভাপতি শিল্পপতি ইকবাল কবির মোল্যা, সাধারণ সম্পাদক আবদুর রউফ, সিনিয়র সহসভাপতি বাহারুল ইসলাম, ভোরের ডাক পত্রিকার সম্পাদক কেএম বেলায়েত হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র নগর সম্পাদক মধুসূদন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি চৈতন্য কুমার দে চয়ন, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার গোলাম মোস্তফা তাজ, আবুল হোসেন রাজু, বাবলুর রহমান বাবলা, নীলমণি আইচ, আবুল কালাম আজাদ, আরিফ হোসেন, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নানা শেখ জহুরুল হক এক সময় যশোরে সমবায় অধিদপ্তরে চাকরি করতেন। এ কারণে তার কর্মময় জীবনের স্মৃতিবিজড়িত যশোর মণিরামপুর উপজেলার কামালপুর-আটপাকিয়া-বেগমপুর মাঠে ৫০ একর জমিতে আন্তর্জাতিক মানের শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন অ্যাকাডেমি ভবন (১০ তলা বিশিষ্ট) নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে গত মঙ্গলবার একনেক সভায়।