বিয়ে নিয়ে শবনম ফারিয়া

0

 

লোকসমাজ ডেস্ক ॥ আবারও ঘর বাঁধার গুঞ্জন উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে। তার পরিবারের পক্ষ থেকে খোঁজ মিলেছে, মাস দুয়েক আগেই বিয়ে করে ঘর গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। ঘরোয়া আয়োজনে পারিবারিকভাবে বিয়ে হলেও ফারিয়া এখনো শ্বশুরবাড়িতে থাকছেন না। তবে এসব বিষয়কে এখনো গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন শবনম। আঙুল তুলছেন মিডিয়া গুঞ্জনের দিকে। বলছেন, ‘আপনাদের অনেক কলিগ অলরেডি নিউজ করে ফেলেছেন। আমার অফিশিয়াল স্টেটমেন্টের জন্যও অপেক্ষা করেননি। কিংবা আমার কাছে কিছু জানারও প্রয়োজন মনে করেননি! এখন যদি বিয়ে হয়ে না থাকে এই নিউজ নিয়ে কোনো মন্তব্য করার কিছু নেই। আর যদি বিয়ে হয়েই থাকে, তাহলে তো হলোই আর তো কোনো মন্তব্যের দরকার নেই। সুতরাং আমার যখন কোনো তথ্য দেওয়ার সময় এসেছে মনে হবে আমি দেব! আমার এখন কোনো স্টেটমেন্ট দেওয়ার সময় হয়েছে বলে মনে হয় না! সুতরাং এই বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করবই না। আমার যখন সময় আসবে, নিজ থেকেই যা যা জানানো প্রয়োজন মনে করি করব।’ এটাও বলেন, ‘সবাইকে শিগগিরই দাওয়াত করে খাওয়াব। সম্ভবত বুধবার; সেদিন সব জানাব। দাওয়াত ছাড়া নো স্টেটমেন্ট।’ তবে কোন বুধবার সেটি জানাতে অনাগ্রহ দেখালেন শবনম। ধারণা করা হচ্ছে ১১, ১৮ বা ২৫ মে ঘটা করেই বিয়ের খবরটি জানান দেবেন শবনম। জানা গেছে, শবনম ফারিয়ার স্বামীর নাম জাহিন রহমান। তবে তার পেশা জানা যায়নি। বিজ্ঞাপনের মডেল হয়ে শোবিজে পা রাখেন শবনম ফারিয়া। ২০১৩ সালে তিনি ‘অল টাইম দৌড়ের ওপর’ নাটকে অভিনয়ে করে প্রথম নজরে আসেন। ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। সম্প্রতি ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামের ধারাবাহিকে অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন। মাঝে বেশ সমালোচিত হয়েছেন প্রথম বিয়েবিচ্ছেদ আর ইভ্যালির সঙ্গে নাম জড়িয়ে। (সূত্র দেশ রুপান্তর)