চৌগাছার এসিল্যান্ডের অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন, সতর্ক থাকার পরামর্শ

0

 

এম এ রহিম, চৌগাছা (যশোর)॥ চৌগাছার সহকারী কমিশনারের (ভূমি) অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণা শুরু করেছে একটি চক্র। প্রতারক চক্রের খপ্পরে জনসাধারণকে না পড়ার জন্যে উপজেলা নির্বাহী ইরুফা সুলতানা (ইউএনও) চৌগাছার অফিসিয়াল ফেসবুক এবং কেশবপুরের সহকারী কমিশনার আরিফুজ্জামান নিজের ফেসবুকে পোস্ট দিয়ে সতর্ক করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন থেকেই সরকারি কর্মকর্তা বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) মোবাইল ফোন নম্বর ক্লোন করে এ ধরনের অপরাধ করে আসছে। চক্রটি এর আগে চৌগাছার অন্তত ৩জন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিকট ল্যাপটপ বা অন্য বরাদ্দ দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা চৌগাছা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন।
সম্প্রতি চৌগাছায় কোনো সহকারী কমিশনার (ভূমি) নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গত জানুয়ারি মাসে চৌগাছা থেকে বদলি হওয়ার সময় তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) কাফী বিন কবির তার অফিসিয়াল মোবাইল ফোন নম্বরটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নিকট হস্তান্তর করে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজের সরকারি মোবাইল ফোন বেশি ব্যবহার করেন। এরইমধ্যে সেই মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে কয়েকজনের নিকট টাকা চাওয়া হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার সন্ধ্যায় ইউএনও চৌগাছার অফিসিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি সতর্ক করেন যে, চৌগাছার সহকারী কমিশনারের (ভূমি) অফিসিয়াল ফোন নম্বরটি (০১৩১৮২৫২৯৩৬) ক্লোন করা হয়েছে। ওই নম্বর থেকে ফোন দিয়ে কোনো আর্থিক সহযোগিতা চাইলে তা না করার জন্যে এবং উপজেলা নির্বাহী অফিসারকে সঙ্গে সঙ্গে অবহিত করার জন্যে অনুরোধ করেছেন। অনুরূপ পোস্ট দিয়েছেন কেশবপুরের সহকারী কমিশনার আরিফুজ্জামান নিজের ফেসবুকে।
এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। একই সাথে এ ধরনের ফোন কল আসলে সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য বলা হয়েছে।