বেনাপোলে হামলায় আ.লীগ নেতা খুন

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল যশোরের শার্শার কাগজপুকুর গ্রামে দলীয় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নগর আলী (৭০) আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার পুত্রসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। দলীয় কার্যালয়ে ইফতার শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত নগর আলী বেনাপোল পৌর আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে জমি নিয়ে কোন্দলে জ্ঞাতি স্বজনদের হামলায় নিহত হয়েছেন তিনি।


নিহতের পুত্র হোসেন জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় বেনাপোলের মেয়র আশরাফুল আলম লিটনের দলীয় কার্যালয়ে ইফতার করে নগর আলী বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রাত ৮টার দিকে কাগজপুকুর বাজারে হারুণের ইলেক্ট্রনিক্সের দোকানের সামনে পৌঁছালে ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে নগর আলীর বুক, পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তার পুত্র হাসান আলী (৪৫), হোসেন আলী (৩৮) ও হাসান আলীর পুত্র ইয়াসিন (১৫) মিলে নগর আলীকে উদ্ধার করতে আসেন। তখন সন্ত্রীরা তাদের উপর হামলায় চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তারা আহত হন। পরে রাত ৯টার দিকে আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ইন্টার্ন চিকিৎসক নাফিসা নগর আলীকে মৃত ঘোষণা করে। চিকিৎসক জানান, বুক পেটে ভেতরে ছিন্ন-ভিন্ন হয়ে গেছে ধারালো অস্ত্রের কোপে। আহত হাসানের অবস্থা আশঙ্কাজনক। অপর দু’জনের অবস্থা কিছুটা শঙ্কামুক্ত বলে ডা. নাফিসা জানিয়েছেন। আহত ও নিহতদের বাড়ি বেনাপোলের কাগজপুকুর গ্রামে। হোসেন আলী জানিয়েছেন, যারা তাদের উপর হামলা চালিয়েছে তাদের মধ্যে হারুন, আরব আলী, সোহেল ও জাহাঙ্গীরসহ ৭/৮ জনকে তিনি চিনতে পেরেছেন। দলীয় গ্রুপিংয়ের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে তার দাবি।