চোখের ‘অঞ্জনি’ দ্রুত সারাবেন যেভাবে

0

লোকসমাজ ডেস্ক॥ অঞ্জনি বা আইলিড সিস্টের সমস্যায় কমবেশি সবাই ভোগেন। সাধারণত চোখে নোংরা জমেই এ সমস্যার সৃষ্টি হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্টাই বা হরডিওলাম।
চোখে অনেক ক্ষুদ্র তেল গ্রন্থি আছে। বিশেষ করে চোখের পাতার উপর। মৃত কোষ, ময়লা, তেল জমে ওই গ্রন্থির মুখগুলো বন্ধ হয়ে যায়। গ্রন্থির ভেতরে জন্ম নেয় ব্যাকটেরিয়া। ফলে চোখে অঞ্জনির মতো সমস্যা হয়।
অঞ্জনি তেমন কোনো বড় সমস্যা না হলেও দীর্ঘদিন ফেলে রাখলে এটি বড় আকার নিতে পারে। এতে চোখের মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।
তবে অঞ্জনি হলেই যে তা সারাতে ওষুধের প্রয়োজন তা কিন্তু নয়। চাইলে কয়েকটি ঘরোয়া উপায়েই কমিয়ে ফেলা যায় অঞ্জনির সমস্যা। জেনে নিন অঞ্জনি সারানোর ঘরোয়া উপায়-
>> নরম কাপড় বা রুমাল দিয়ে গরম সেঁক দিন। তবে বেশি চাপ দেবেন না। এতে সংক্রমণের ঝুঁকি কমবে। আবার গ্রন্থির মুখে জমে থাকা তেলও শুকিয়ে যাবে। এমনকি অঞ্জনির ব্যথাও দ্রুত কমবে।
>> গরম টি-ব্যাগও ব্যবহার করতে পারেন অঞ্জনি সারাতে। কালো চায়ের ব্যাগ এ ক্ষেত্রে বেশি কার্যকরী। কারণ এতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যা চোখের ফোলাভাব কমতেও সাহায্য করে।
>> চোখের পাতায় খাঁটি ক্যাস্টর অয়েল লাগাতে পারেন। এতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমে।
>> পেয়ারা পাতাও অঞ্জনি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। এজন্য শুকনো পেয়ারা পাতা অল্প গরম করে নরম কাপড়ে জড়িয়ে চোখের পাতায় বুলিয়ে নিন। এতে মিলবে স্বস্তি। অঞ্জনির সমস্যাও দ্রুত কমবে।
>> অঞ্জনির সমস্যা হলে চোখে বিভিন্ন প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলুন। না হলে প্রসাধনী বা ব্রাশের মাধ্যমে আক্রান্ত স্থানে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটতে পারে।
এসব ঘরোয়া উপায়েও যদি চোখের অঞ্জনি না কমে সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: হেলথলাইন