যে কারণে পুরোনো অ্যাপ মুছে ফেলছে গুগল

    0

    লোকসমাজ ডেস্ক॥ পুরোনো অ্যাপ স্মার্টফোনে চালানো বেশ ঝুঁকিপূর্ণ। যে কারণে গুগল প্লে স্টোর থেকে বেশ কিছু পুরোনো ও আউটডেটেড অ্যাপ সরিয়ে নিচ্ছে। যদিও এতদিন পর্যন্ত গুগল পুরোনো অ্যাপ ধরে রাখার জন্যই পরিচিত ছিল। এমনকি আধুনিক স্মার্টফোনের সঙ্গে খাপ খায় না এমন অনেক পুরোনো অ্যাপ বা গেমও পাওয়া যেত প্লে স্টোরে। এবার তা সবই সরিয়ে দিচ্ছে তারা।
    গুগলের পক্ষ থেকে একটি ব্লগ পোস্টে জানান হয়েছে, সেই সব অ্যাপ তাদের গুগল প্লে স্টোর থেকে মুছে ফেলা হবে, যারা বহুদিন ধরে কোনো আপডেট পায়নি। এমনকি যারা দুই বছর ধরে কোনো ধরনের এপিআই (API) লেভেলের লক্ষ্য পূরণ করতে পারেনি। সেই সকল অ্যাপ লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে এমনিতেই চলবে না। তাই অ্যাপ গুগলের প্লে স্টোর থেকে তাদের রিমুভ করে দেওয়া হবে।