বুচার মানুষদের পশুর চেয়েও খারাপ চোখে দেখছে রুশ সেনারা: জেলেনস্কি

0

লোকসমাজ ডেস্ক॥ বুচা শহর পরিদর্শনে গিয়ে সোমবার সাংবাদিকদের সাথে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের নিকটবর্তী শহরটিতে বেসামরিক নাগরিকদের হত্যা করছে রুশ সেনারা এমন অভিযোগ করেছেন জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, নিজেরা ভোগান্তিতে থাকলেও গৃহহীন পশুদের খাবারের নিশ্চয়তা দিচ্ছে বুচার বাসিন্দারা। তিনি বলেন, ‘এটাই আমাদের মানুষের বৈশিষ্ট্য। আমি মনে করি প্রাণীর সাথে যেমন আচরণ করবেন, মানুষের সাথেও তেমন সদয় আচরণ করবেন।’
জেলেনস্কির অভিযোগ করে বলেন, ‘আপনারা চারপাশে দেখছেন আধুনিক শহরটাকে কেমন বানিয়ে ফেলা হয়েছে। এটাই রাশিয়ান সেনাদের চরিত্র। তারা মানুষের সাথে পশুর চেয়েও খারাপ আচরণ করছে। আপনি এখানে যেটা আজকে দেখলেন, সেটাই আসল গণহত্য।’ জেলেনস্কির অভিযোগ পরিস্থিতি খারাপ করতেই শান্তি আলোচনা তুরস্কে নিয়ে গেছে রাশিয়া। তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনীর সাথে রাশিয়ার দখলকৃত এলাকায় গেলেই দেখবেন সেখানে কী ঘটেছে। প্রত্যেক দিন তারা মাটির নিচে মরদেহ খুঁজে পাচ্ছে। মানুষদের নির্যাতন করা হচ্ছে। মেরে ফেলা হচ্ছে।’
সূত্র: বিবিসি