রামপালে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত: ঘাতক ট্রাকসহ চালক আটক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালের খুলনা মোংলা মহাসড়কের বাবুরবাড়ি বাসস্ট্যান্ডে সন্ধ্যা সাড়ে ৭ টায় .ট্রাক -মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন । নিহতরা হলেন জাহাঙ্গীর হোসেন ও রেহানা বেগম। তাদের বাড়ি মোংলা উপজেলার বুড়ির ডাংগা গ্রামে । লখপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী জানান মোটর সাইকেল যোগে স্বামী স্ত্রী মোংলার দিকে যাচ্ছিলন।

এ সময় খুলনা অভিমুখি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলে জাহাঙ্গীর হোসেন মারা যায়। গুরুতর আহত রেহেনা বেগমকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘাতক চালক চান্দুমিয়াসহ ট্রাকটি আটক করা হয়েছে।