পেঁয়াজ বেচবে না টিসিবি

0

লোকসমাজ ডেস্ক॥ শুক্র এবং শনিবার দুই দিনের সরকারি ছুটি শেষে গতকাল রোববার (২৭ মার্চ) আবারও পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যদিও গতকাল কয়েকটি এলাকা ঘুরে টিসিবির বিক্রয় কার্যক্রম দেখা যায়নি। তবে, টিসিবি সূত্রে জানা গেছে, একটু দেরিতে শুরু করলেও বেশিরভাগ এলাকাতেই টিসিবির পরিবেশকরা খোলা ট্রাকে করে বিক্রয় কার্যক্রম চালিয়েছে।
টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানিয়েছেন, গত এক সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৫ টাকা এবং খুচরা বাজারে ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তাই, টিসিবি বর্তমান বাজারদরের সঙ্গে সমন্বয় রাখতে কমিয়েছে পেঁয়াজের দাম। টিসিবির ট্রাকে বর্তমানে পেঁয়াজ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও গত সপ্তাহে টিসিবি ট্রাকে পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা। তবে, আগামী সপ্তাহ থেকে টিসিবির পণ্যতালিকায় পেঁয়াজ রাখা হবে না।
প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই চেষ্টা করেন বাজারদরের চেয়ে কমে পণ্য কিনতে। দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হলেও পণ্য কিনতে পারলেই খুশি অল্প আয়ের মানুষরা। তবে, টিসিবির কিছু পণ্যের মান নিয়ে বরাবরই অসন্তোষ প্রকাশ করেছেন এর নিয়মিত গ্রাহকরা।
হাতিরপুল এলাকায় টিসিবির ট্রাক থেকে নেওয়া পেঁয়াজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। তারা বলেন, ‘পাঁচ কেজি পেঁয়াজের মধ্যে অন্তত এক কেজি পচা। ট্রাকের লোকজন ভালো পেঁয়াজের সঙ্গে পচাটাও মিলিয়ে দেন। না নিতে চাইলে অন্য কোনো আইটেমও দেন না। বাধ্য হয়ে নিই।’
টিসিবির ট্রাকে পণ্য বিক্রেতারা বলছেন, ‘মাঝে মধ্যে পেঁয়াজের মান খারাপ হয়, এটা সত্যি। কিন্তু, আমাদের কিছু করার থাকে না। যেরকম মালামাল দেয়, আমরা সেগুলোই বিক্রি করি। যদিও পেঁয়াজ বিক্রিতে আমাদের সমস্যা হয়। অনেকে নিতে চান না। তারপরও বাধ্য হয়ে নেন। আমাদেরও খারাপ লাগে।’
টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে যেহেতু পেঁয়াজের দাম কমেছে, তাই আগামী সপ্তাহ থেকে টিসিবির পণ্যে পেঁয়াজ রাখা হবে না। বর্তমানে তেল, চিনি, মশুর ডাল, পেঁয়াজ, ছোলা ও খেজুর বিক্রি করছে টিসিবি। ঢাকার বাইরে খেজুর ছাড়া বাকি সব পণ্যই পাওয়া যাচ্ছে।