‘ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ-এটাই তোর আইপিএল’

0

লোকসমাজ ডেস্ক॥ অবিশ্বাস্য, অবিস্মরণীয় জয়। যে জয়ের নায়ক তাসকিন আহমেদ। প্রথমবারের মতো সিরিজ সেরাও হয়েছেন। সিরিজ নির্ধারণী ম্যাচে বুধবার সেঞ্চুরিয়নে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে একাই গুড়িয়ে দিয়েছেন মিরপুর এক্সপ্রেস। অথচ এই ম্যাচে নামার আগে তার ওপর বয়ে গেছে কতো বড় ঝড়? বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের দরজা খুলেছিল তার জন্য। আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ থেকে তার জন্য এসেছিল প্রস্তাব। ২৬ মার্চ থেকে আইপিএলের পর্দা উঠবে। তাসকিন যদি আইপিএলের প্রস্তাব লুফে নিতেন তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ খেলা হতো না তার। কিন্তু দেশকে প্রতিনিধত্ব করার তাড়ণায় তাসকিন সেই প্রস্তাব ফিরিয়ে দেন। দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেই ডানহাতি পেসার ফিরবেন দেশে। আইপিএলে অর্থের ঝনঝনানি। দুইটি টেস্ট খেলার চেয়ে অনেক অর্থ পেতেন। ভালো খেললে ভবিষ্যতে আরও দাম বাড়ত তার। নানামুখী সুযোগও তৈরি হতো। কিন্তু সেদিকে না গিয়ে তাসকিন বেছে নিয়েছেন লাল-সুবজের জার্সি।
মাঠে নেমেই নিজের বোলিং কারিশমা দেখিয়ে তাসকিন জিতিয়েছেন সিরিজ। পুরস্কার বিতরণী মঞ্চে ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ ট্রফির সামনে অধিনায়ক তামিম পিঠ চাপড়ে দিয়ে বলেছেন, ‘এটাই তোর আইপিএল।’ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিনের আইপিএল প্রসঙ্গ উঠলে তামিম বলেছেন, ‘দেশের হয়ে খেলার চেয়ে অনুপ্রেরণার আর কিছু হতে পারে না। আমি জানি তাসকিন একটা দারুণ সুযোগ পেয়েছিল আইপিএল থেকে। ও তরুণ, আসলে কঠিন (আইপিএল উপেক্ষা করা)।’ ‘আপনি এরকম সুযোগ হাতছাড়া করতে চাইবেন না কিন্তু সে এখন ঠিকাছে, খুশি আছে। দেশের হয়ে খেলছে এবং ভালো করছে। যখন সে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের দুইটা ট্রফি পেলো আমি প্রেজেন্টেশনে ওকে বলেছিলাম— এটাই তোর আইপিএল। এটা আইপিএলের চেয়ে বড়। সে আমার সঙ্গে একমত হয়েছে এবং খুশি আছে।’
তাসকিন নিজেও এই অর্জনকে বড় করে দেখছেন। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকায় বলেছেন, ‘ম্যাচ শেষে তাসকিন আমাকে বলেছে— আজকের জয় অর্থ দিয়ে মাপা যায় না। আইপিএলকে আমি এখানে নিয়ে আসতে চাই না। এ জয়ের সঙ্গে আইপিএলের কোনো সম্পর্ক নেই। নিশ্চিতভাবেই তার এই কথায় আমরা খুশি।’