যশোরে আইনজীবী অপহরণ মামলার তিন আসামিকে কারাগারে প্রেরণ

0

স্টাফ রিপোর্টার ॥ আইনজীবী আবু হেনা মোস্তাফা কামাল মিলনকে অপহরণ ও চাঁদাদাবি মামলার তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন-সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের এসএম হারুন অর রশিদের মেয়ে রাবেয়া সুলতানা রিতু, সুলতানপুর বড়বাজার এলাকার মৃত আজমল হকের মেয়ে সুরাইয়া ও খুলনার খালিশপুর এলাকার মৃত শরীফ হোসেনের ছেলে সোহেল হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, সাতক্ষীরার তালা উপজেলার বারুইহাটি গ্রামের এম এ হাকিমে ছেলে হাইকোর্টের আইনবীবী আবু হেনা মোস্তাফা কামাল মিলনের সাথে আসামি রাবেয়া সুলতানা রিতুর বিয়ে ঠিক হয়। এরই সূত্র ধরে গত বছরের ৬ ফেব্রুয়ারি দুপুরে মিলন খুলনার পাইওনিয়র কলেজের সামনে গিয়ে রিতুর সঙ্গে দেখা করেন। পরে রিতুর বান্ধবী সুরাইয়ার সঙ্গে দেখা হয় তাদের। এরপর তারা কৌশলে মিলনকে যশোরের অভয়নগরে এনে একটি বাড়িতে আটকে রাখেন এবং মারধরও করেন। পরে তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় মিলনের ভগ্নিপতি শরিফুল ইসলাম একই বছরের ৯ ফেব্রুয়ারি অভয়নগর থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তথ্য প্রযুক্তির সাহায্যে আটকে রাখার অবস্থান নিশ্চিত হয় এবং অভয়নগর উপজেলার এনায়েতপুর থেকে আহত অবস্থায় আইনজীবী মিলনকে উদ্ধার করেন। এই মামলার উল্লিখিত ৩ আসামি সোমবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।