যশোরে শবে বরাতের রাতে কবরস্থানেও ছুরিকাঘাত!

0

স্টাফ রিপোর্টার ॥ শবেবরাতের রাতে যশোর শহরের কারবালা কবরস্থানে বিপ্লব মোল্লা (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কারাবালা কবরস্থানে মুসল্লিদের ইবাদত বন্দেগির সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন নাঈম হোসেন প্রান্ত (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নাইম হোসেন প্রান্ত ধর্মতলা খোলাডাঙ্গা মফিজপাড়ার মিন্টু মিয়া ওরফে হিজলে মিন্টুর ছেলে। আহত বিপ্লব মোল্লা ধর্মতলা খোলাডাঙ্গা ব্রাক আফিসের পাশের হ্যাচারিপাড়ার মৃত মিঠু মোল্লার ছেলে। এ ঘটনায় বিপ্লবের নানী আলেয়া বেগম ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। প্রান্ত ছাড়াও মামলার অন্য আসামিরা হলো-খোলাডাঙ্গা ধর্মতলার মফিজ পাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে আশা (৩০), নুরুল ইসলাম দেওয়ানের ছেলে বাবু ওরফে দেওয়ান বাবু (৪০), টিটোর ছেলে শাওন (৩৫) এবং লুৎফর রহমানের দুই ছেলে ইমরান (২২) ও রায়হান (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারবালা মসজিদের সামনে পুকুরের সিঁড়ির কাছাকাছি বিপ্লব মোল্লা দাঁড়িয়ে ছিল। সে মূলত ইবাদত বন্দেগির জন্য এসেছিল। হঠাৎ প্রান্ত, একই এলাকার শাওন, লাদেন বাবুসহ ৪/৫ জন গাছি দা ও চাকু নিয়ে পুকুর পাড়ে গিয়ে বিপ্লবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় বিপ্লব চিৎকার দিলে আশেপাশের মুসল্লিরা এগিয়ে এসে প্রান্তকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। অন্যদিকে আহত বিপ্লবকে ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালে। এলোপাতাড়ি কোপে বিপ্লবের ঘাড়, কান ও ডান পায়ের হাঁটু রক্তাক্ত জখম হয়। বিপ্লবের সাথে প্রন্তসহ বেশ কয়েকজনের পূর্ব শত্রুতা ছিলো বলে জানা গেছে। এদিকে, ঘটনার পরপরই কারবালা কবরস্থান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মুসল্লি ইবাদত ত্যাগ করে কারবালা এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশের এসআই আব্দুর রউফ বলেন, কারবালা এলাকায় প্রতিপক্ষের হামলায় বিপ্লব নামে একজন আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রান্ত নামে একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।