১৪ হাজার ৪০০ রুশ সৈন্য হত্যার দাবি ইউক্রেনের

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে ১৪ হাজার চার শ’ রুশ সৈন্য হত্যার দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেসের এক ফেসবুক বার্তায় এই তথ্য জানানো হয়। ফেসবুক বার্তায় আরো জানানো হয়, চলমান যুদ্ধে রাশিয়া ৪৬৬টি ট্যাংক, ১৪৭০টি সাঁজোয়া যান, ৯৫টি বিমান, ১১৫টি হেলিকপ্টার, ৯১৪টি গাড়ি, তিনটি জাহাজ ও ১৭টি ড্রোন হারিয়েছে। এর আগে ১৭ মার্চ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়ার সাত হাজার সৈন্য নিহত হয়েছে। অপরদিকে আহত হয়েছে ১৪ হাজার সৈন্য। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন।

সূত্র : বিবিসি