সপ্তাহব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা শুরু খুলনায়

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা সার্কিট হাউস ময়দানে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন। মেলায় বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি ১১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলা প্রাঙ্গণে শিশুদের নিয়ে কেককাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, কেএমপি’র পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভুঞা, কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির ও সরদার মাহবুবার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। আলোচনা শেষে মেলা প্রাঙ্গণ থেকে ৫০টি জাতীয় পতাকা সম্বলিত সুবর্ণজয়ন্তীর র‌্যালি খুলনার নয়টি উপজেলা প্রদক্ষিণের উদ্দেশ্যে বের হয়। বীর মুক্তিযোদ্ধারা সুবর্ণজয়ন্তী র‌্যালিতে নেতৃত্ব দেন। বীর মুক্তিযোদ্ধারা সুসজ্জিত তিনটি ট্রাকে করে বিভিন্ন উপজেলা প্রদক্ষিণ শেষে ২৩ মার্চ মেলা প্রাঙ্গণে এসে র‌্যালি শেষ করবেন। এই দিন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে।