খুলনায় টিসিবির পণ্য বিক্রি শুরু ২০ মার্চ

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম ভোক্তাদের নাগালে রাখতে আগামী ২০ মার্চ রবিবার খুলনায় খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। মহানগর ও জেলায় এক লাখ ৯১ হাজার মানুষ এ কার্ডের মাধ্যমে সুলভমূল্যে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন গ্রাহক দুই কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল ও দুই কেজি ডাল কিনতে পারবেন।
গত কয়েকদিন ধরে খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডের কাউন্সিলার হতদরিদ্র পরিবারের তালিকা তৈরিতে ব্যস্ত সময় পার করেছেন। সংরক্ষিত নয় নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলার মাজেদা খাতুন বলেন, ফ্যামিলি কার্ড নগরীর হতদরিদ্র মানুষের জন্য। এটির মাধমে তারা সূলভমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন। তিনটি ওয়ার্ডের জন্য ১৫শ’ ফ্যামিলি কার্ড তিনি হাতে পেয়েছেন। খুঁজে খুঁজে বের করেছেন হতদরিদ্র মানুষকে। খুলনা টিসিবির আঞ্চলিক প্রধান মো. রবিউল মোর্শেদ বলেন, টিসিবির পণ্য খুলনায় চলে এসেছে। ২০ মার্চ সকাল ১০টা থেকে ১, ২, ৩ ও ৪ নম্বর এ চার ওয়ার্ডে ১৬টি ট্রাকের মাধ্যমে হতদরিদ্র মানুষের মধ্যে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ওয়ার্ডে চারটি করে ট্রাকসেল থাকবে। সেখানে মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম প্রকাশ না করার শর্তে নগরীর শামসুর রহমান রোডের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, নেতা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে কার্ড বিতরণের সিদ্ধান্ত ভুল। কারণ অনেক ক্ষেত্রে তারা স্বজনপ্রীতির আশ্রয় নেবেন। তাদের ভিড়ে হতদরিদ্র মানুষ বঞ্চিত হবে।