জার্মান সংসদে জেলেনস্কি বললেন- অনেক দেরি হয়ে গেছে

0

লোকসমাজ ডেস্ক॥ জার্মানির বার্লিনের সংসদে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বক্তব্যে জার্মান আইনপ্রণেতাদের সমালোচনা করে জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে অনেক দেরি হয়ে গেছে। আপনাদের সহযোগিতা এসেছে কিন্তু তা অনেক দেরিতে। রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ নিয়ে জার্মান নেতাদের সমালোচনা করে জেলেনস্কি প্রশ্ন তুলে বলেন, রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আপনাদের ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন শীতল যুদ্ধের মাঝখানে। আপনারা একটি শক্তিশালী প্রাচীর দিয়ে নিজেদের রক্ষা করে রেখেছেন। আমাদের সঙ্গে কী হচ্ছে আপনারা তা দেখতে পারছেন না। জার্মানির আইপ্রণেতাদের উদ্দেশে বাইডেন আরও বলেন, একটা দেয়ালের মাধ্যমে আমরা বিচ্ছিন্ন। এটা বার্লিন দেয়াল নয়। ইউরোপের মধ্যখানে এটা স্বাধীনতা এবং দাসত্বের দেয়াল। ইউক্রেনে একেকটি বোমা পড়ার সঙ্গে সঙ্গে এই দেয়াল বড় হচ্ছে। রাশিয়ান আগ্রাসন মোকাবেলা করার জন্য এবং মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে জার্মানির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থের চেয়ে শান্তি গুরুত্বপূর্ণ।

সূত্র: সিএনএন