মানি লন্ডারিং মামলা: সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ভাই বাবর গ্রেফতার

0

লোকসমাজ ডেস্ক॥ মানি লন্ডারিং মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে রাজধানীর বাড্ডা হতে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করবে পুলিশ। দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। গত ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা ১০ জনের বিরুদ্ধে চার্জশিট সিএমএম আদালতে দাখিল করেন।
মামলার আসামিরা হলেন ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, খোন্দকার মোহতেশাম হোসেন বাবর, এএইচএম ফুয়াদ, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মুহাম্মদ আলি মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম। আসামিদের মধ্যে মুহাম্মদ আলি মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম পলাতক রয়েছেন। পুলিশ তাকে সোমবার ঢাকায় গ্রেফতার করে। গতকাল আদালতে তুললে আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়। ২০২০ সালের ২৬ জুন ২ হাজার কোটি টাকা পাচারের যে মামলা হয় তাতে ১০ জনকে আসামি করা হয়। বাবর ওই আসামিদের অন্যতম।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা সংবাদ সম্মেলনে জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে জেলায় সব ধরনের টেন্ডার থেকে কমিশন বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্য করে দেশে-বিদেশে অঢেল সম্পত্তি অর্জন করেন তিনি। ২০২০ সালে বিশেষ অভিযান পরিচালনাকালে তার ছত্রছায়ায় থাকা সন্ত্রাসী হাতুড়ি বাহিনী ও হেলমেট বাহিনী আত্মগোপনে যায়। সিআইডির দায়েরকৃত মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলার তদন্তে বাবর অবৈধ সম্পদ অর্জন করেছেন প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে আদালত বাবরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ মামলার ১০ আসামির বিরুদ্ধে চার্জগঠন শুনানি আগামী ২৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালত এ তারিখ ঠিক করেন।
আনন্দ মিছিল: ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতারের খবরে আজ বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের আলীপুর মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাব বোস, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মো. নাছির, ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান, সাধারণ সম্পাদক শামীম হোসেন। সমাবেশের বক্তারা বাবরসহ মানি লন্ডারিং মামলার আসামিদের দ্রুত বিচার ও শাস্তি বিধানের দাবি জানান। পরে মিছিলে যোগ দেওয়া লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।