অভয়নগরে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার কাজ শুরু

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে ভৈরব নদে কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধার কাজ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে কয়লা আমদানিকারক আফিল ট্রেড ইন্টারন্যাশনাল ও জাহাজ মালিকের উদ্যোগে উদ্ধারের কাজ শুরু হয়। মোংলা বন্দর থেকে আসা ডুবুরি দলের প্রধান নাসির উদ্দিন জানান, ‘১২ সদস্যের একটি দল জাহাজ উদ্ধারের কাজ শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে ডুবন্ত জাহাজ থেকে ছোট ছোট মালামাল ও লংবুমের মাধ্যমে কয়লা উদ্ধার করা হচ্ছে। এরপর জাহাজে আটকে যাওয়া পলি ও আবর্জনা অপসারণ করা হবে। এ কাজ শেষ করতে ১০-১২দিন সময় লাগতে পারে। তবে কবে নাগাদ জাহাজ উদ্ধার হবে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।’ আমদানিকারক আফিল ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক রাকিবুল ইসলাম বলেন, ইতোমধ্যে বিআইডব্লিউটিএ’র লংবুমের সাহায্যে ৩শ’ টন কয়লা উদ্ধার করা হয়েছে। নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ডুবে যাওয়া এমভি সুরাইয়া নামের জাহাজটি উদ্ধার করতে না পারলে জাহাজ মালিকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, গত ৫ মার্চ মোংলা বন্দরের হাড়বাড়িয়া পয়েন্ট থেকে ১৩৫০ টন কয়লা নিয়ে অভয়নগরের ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন ইকোপার্কের সামনে এমভি সুরাইয়া নামের জাহাজ ডুবে যায়।