সূচকে বড় পতন

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৬ মার্চ) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৩৮.৬৩ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩১.০২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৪.০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৮.৯৪ পয়েন্টে।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির। ডিএসইতে এদিন ৬৫০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৬ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৮৪.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৬৬২.২১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১৩৬.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৪৩৫.৫০ পয়েন্টে এবং সিএসআই সূচক ৯.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭.০৭ পয়েন্টে।
এদিনে সিএসইতে ২৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির। দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম।