সুসময়ে মিথিলা

0

লোকসমাজ ডেস্ক॥ আজ কলকাতা তো কাল বাংলাদেশ। দুই বাংলা থেকেই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার চমকে যাওয়ার মতো প্রজেক্টের ঘোষণা আসছে। এদিকে তার অভিনীত মোট ৬টি সিনেমা এখন মুক্তির অপেক্ষায় আছে। নিজেকে বড় পর্দায় দেখার আগেই হাফ ডজন সিনেমায় নাম লেখানোটা তার ক্যারিয়ারে নতুন মোড় দিবে বলেই অনেকেই মনে করছেন। এই অভিনেত্রী সম্প্রতি বাংলাদেশের নতুন একটি সিনেমায় নাম লেখালেন। গিয়াস উদ্দিন সেলিমের অনুদানের ছবি ‘কাজল রেখা’য় যুক্ত হয়েছেন তিনি। এতে প্রথমবারের মতো খল নায়িকার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিথিলা। এমন চরিত্রে আগে কখনই দর্শকরা দেখেননি উল্লেখ করে তিনি বলেন, সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল।
তার নির্দেশনা সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই। নিজেকে সৌভাগ্যবান মনে করছি এমন একটি প্রজেক্টে নিজেকে যুক্ত করতে পেরে। জানা গেছে, ‘কাজল রেখা’য় কঙ্কন দাসীর চরিত্রে দেখা যাবে মিথিলাকে। চরিত্রটি সম্পর্কে এই অভিনেত্রী বলেন, এটা ১৬০০ খ্রিষ্টাব্দের রূপকথা। যেখানে দেখা যায়, কঙ্কন দাসী অত্যন্ত পাওয়ারফুল একটি চরিত্র। খুবই বুদ্ধিমতী আর উচ্চাকাঙ্ক্ষী। আমার সর্বোচ্চ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার
চেষ্টা থাকবে। ছবিটির নাম ভূমিকায় কাজ করছেন নবাগতা মন্দিরা চক্রবর্তী। অপর কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শরিফুল রাজ। এদিকে, বর্তমানে এ অভিনেত্রীর হইচই অ্যাপের জনপ্রিয় সিরিজ ‘মন্টু পাইলট’-এর নতুন সিজনের শুটিং চলছে। তার মাঝেই এক সপ্তাহের ছুটি নিয়ে গত ২৪শে ফেব্রুয়ারি ঢাকায় আসেন মিথিলা। ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের নতুন বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’ প্রকাশ উপলক্ষে নিজ দেশে আসেন তিনি। দ্রুতই পাড়ি জমাবেন ওপার বাংলায় স্বামী সৃজিত মুখার্জির বাড়িতে। সবমিলিয়ে মিথিলার সাম্প্রতিক কাজ দেখে বলাই যায়, সময়টা এখন তারই।